ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফরোয়ার্ড মেসন গ্রিনউডের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনেছেন তার বান্ধবী হ্যারিয়ট রবসন। সে অভিযোগ আমলে নিয়ে এবার ইউনাইটেড ফরোয়ার্ডকে গ্রেফতার করেছে বৃহত্তর ম্যানচেস্টার পুলিশ।
বৃহত্তর ম্যানচেস্টার পুলিশ বিবৃতিতে জানায়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একজন নারীর শারীরিকভাবে নির্যাতিত হওয়ার ছবি ও ভিডিও’ তাদের নজরে এসেছে। এরপর পরিচয় খোলাসা না করেই সেই বিবৃতিতে জানানো হয়, ‘আমরা নিশ্চিত করছি যে, ২০ বছরের মতো বয়সী একজনকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।’ এরপর থেকে তিনি পুলিশি হেফাজতে আছেন। সেখানে জেরা ও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন তিনি।
উল্লেখ্য, গত রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে হ্যারিয়ট তার ছবি প্রকাশ করেন, যেখানে তার শরীরে ছিল আঘাতের চিহ্ন, সঙ্গে ছিল একটা অডিও যেখানে ছিল মৌখিক নির্যাতনের প্রমাণ। সেসবই চোখে পড়েছে ম্যানচেস্টার পুলিশের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ