করোনার ভ্যাকসিন না নেওয়ার কারণে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারেননি সার্বিয়ান তারকা নোভাক জোকভিচ। টিকা না নেওয়ার কারণে অস্ট্রেলিয়া সফর করেও না খেলে দেশে ফিরে আসতে হয় তাকে। অবশেষে ভ্যাকসিন নিতে রাজি হয়েছেন জোকভিচ।
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড গড়েছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন তিনি। নাদালের এ কৃতিত্বের পরই হয়তো ভ্যাকসিন নিতে রাজি হয়েছেন জোকভিচ। জকোভিচের আত্মজীবনীর লেখক দানিয়েল মিউকশ্চ এমন খবর জানিয়েছেন।
অস্ট্রিয়ান সংবাদমাধ্যম হটেকে দানিয়েল মিউকশ্চ বলেছেন, চারপাশ থেকে যা শুনছি, তাতে মনে হচ্ছে জোকভিচ টিকা নিচ্ছেন। হয়তো অস্ট্রেলিয়ার ফাইনালের প্রভাব আছে এতে। হয়তো রাফায়েল নাদালের ২১তম গ্র্যান্ড স্ল্যাম তাকে এদিকে ধাবিত করেছে।
নাদাল এ জয়ের সুবাদে জকোভিচ ও রজার ফেদেরারকে পেছনে ফেলে সর্বোচ্চ ২১টি গ্র্যান্ড স্ল্যাম জেতেন। করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম করতে যাচ্ছে ফ্রান্সও। টিকা না নিলে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে খেলার ক্ষেত্রেও ঝামেলায় পড়তে পারেন জকোভিচ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ