অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে পাকিস্তানের তারকা পেসার হাসনাইনকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে।
লাহোরে আইসিসির স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে তার অ্যাকশন অবৈধ বলে প্রমাণিত হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, “পিসিবি হাসনাইনের মূল্যায়ন পরীক্ষায় ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছ থেকে একটি আনুষ্ঠানিক এবং বিশদ প্রতিবেদন পেয়েছে, যেখানে তার ভাল দৈর্ঘ্যের ডেলিভারি, পূর্ণ দৈর্ঘ্যের ডেলিভারি, ধীরগতির বাউন্সার এবং বাউন্সারের ক্ষেত্রে তার কনুই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল স্বীকৃত ১৫-ডিগ্রি সীমা অতিক্রম করেছে।”
তবে হাসনাইনের এই বোলিং অ্যাকশন সংশোধনে পাকিস্তান ক্রিকেট বোর্ড একজন ভাল কোচের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম