নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়েছে ভারত। বৃহস্পতিবার সকাল ৯টায় টস জিতে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৪৮ রান করে তারা। রান তাড়া করতে নেমে ৯ উইকেটে ৭৪ রান করে থাইরা।
রান তাড়ায় নেমে থাইল্যান্ড জয়ের জন্য খেলেনি। তাদের ব্যাটিং দেখে স্পষ্ট, ক্রিজে থাকাই ছিল তাদের অভিপ্রায়। সর্বোচ্চ ২১ রান করে আসে নারুয়েমল চাইওয়াই ও নাত্তায়া বুচাথামের ব্যাট থেকে। দুজনে খেলেন ৭০ বল। এ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর ছুঁতে পারেনি।
ভারতের হয়ে ৩টি উইকেট নেন দীপ্তি শর্মা। ২টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড। ১টি করে উইকেট নেন রেনুকা সিং, স্নেহ রানা ও শেফালি ভার্মা।
এর আগে ওপেনার শেফালি ও অধিনায়ক হারমানপ্রীত কৌরের ব্যাটে ভর করে চ্যালেঞ্জিং স্কোর ছোড়ে ভারত। মাত্র ২৮ বলে ৪২ রান করেন শেফালি। এ ছাড়া সঙ্গে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও বাগিয়ে নেন শেফালি।
হারমানপ্রীত ৩০ বলে ৩৬ রান করেন। জেমিমার ব্যাট থেকে আসে ২৭ রান। ১৭ রানে অপরাজিত ছিলেন পূজা ভাস্কর।
থাই মেয়েদের হয়ে সর্নারিন টিপুচ নেন সর্বোচ্চ ৩ উইকেট। ১টি করে উইকেট নেন নাত্তায়া বুচাথাম, পান্নিতা মায়া ও থিপাতচা।
দিনের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-শ্রীলঙ্কা। এই ম্যাচে জয়ী দলের বিপক্ষে ১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে ভারত।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ