ত্রিদেশীয় সিরিজের চার ম্যাচে টানা হার। তিন ম্যাচেই লড়াইয়েই ছিল না বাংলাদেশ। এরমধ্যে তিনটি ম্যাচ খেলেছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার মধ্যে শেষ দুই ম্যাচে পেয়েছেন টানা দুই অর্ধশতক।
তবে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ খেলা নিতে পেরেছে শেষ ওভারে। বাজে বোলিং আর খারাপ ফিল্ডিং না হলে ফল হতে পারত ভিন্ন। এরপরও টানা চার হারের হতাশা আড়াল করেছেন অধিনায়ক সাকিব আল হাসান, তিনি পরাজয়ের মাঝেও দেখছেন ইতিবাচক কিছু।
টস জিতে ব্যাট করতে নেমে লিটনের ৪২ বলে ৬৯ ও সাকিবের ৪২ বলে ৬৮ রানে ১৯তম ওভার পর্যন্ত বাংলাদেশের স্কোর ছিল ১৭০। কিন্তু শেষ ওভারে আসে আর স্রেফ ৩ রান। এখানেই আরেকটু বেশি রানের আক্ষেপ থেকে গেছে সাকিবের। তিনি বলেন ‘কঠিন ছিল সিরিজ। তবে আজ আমরা আমাদের সেরা খেলাটা খেলেছি এই সিরিজের। শেষ ওভারে আমরা আরও বেশি রান করতে পারতাম। যে অবস্থায় ছিলাম সেখান থেকে আরও বেশি হতে পারত।’
সাকিব আরও বলেন, ‘আমরা মাঝের ওভারে ভাল খেলেছি, যেটার ঘাটতি ছিল আগে। এটা আমাদের সামনে বিশ্বকাপে ভাল খেলতে সাহায্য করবে। ওই অবস্থা থেকে আরও কিছু রান হতে পারত কিন্তু খেলার আগে কেউ যদি ১৭৩ রানের কথা বলত, , তাহলে আমি সানন্দেই তা নিতাম। বিশ্বকাপের পরিকল্পনায় আমরা পরিষ্কার আছি। এটা ভাল দিক।’
ব্যাটিং বেশ ভালো গেলেও নিজের বোলিংয়ে খুশি নন সাকিব, ‘আমার কাজ হচ্ছে দলের জন্য রান করা। আমার বোলিং খুব ভাল হচ্ছে না। যেখানটায় উন্নতি করতে হবে। আমরা অনেক উন্নতি করেছি এই টুর্নামেন্টে সেটা সবচেয়ে ইতিবাচক দিক।’
বিডি প্রতিদিন/নাজমুল