বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ইনজুরির কারণে তাকে ভালোভাবে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। তবে তার বদলে দলে নেওয়া হয়েছে অভিমন্যু ঈশ্বরণকে।
রবিবার আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
এছাড়া বাংলাদেশর বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার মোহাম্মদ শামি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাদের জায়গায় ডাকা হয়েছে নবদীপ সাইনি ও সৌরভ কুমারকে। দলে যোগ হয়েছে পেসার জয়দেব উনাদকাটও।
ভারতের টেস্ট স্কোয়াড : লোকেশ রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরণ, নবদীপ সাইনি, সৌরভ কুমার ও জয়দেব উনাদকাট।
প্রসঙ্গত, আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
বিডি প্রতিদিন/এমআই