দ্বিতীয় টেস্টে পাকিস্তানের জিততে দরকার ১৫৭ রান। অন্যদিকে ইংল্যান্ড ৬ উইকেট নিলেই জিতে যাবে ম্যাচ। এমন পরিস্থিতিতে ম্যাচের চতুর্থ দিন খেলতে নামবে দুই দল।
দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ২০২। ক্রিজে ছিলেন হ্যারি ব্রুক ও বেন স্টোকস। দেখে মনে হচ্ছিল, পাকিস্তানের সামনে ৪০০-র বেশি রানের লক্ষ্য দেবে ইংল্যান্ড। কিন্তু রবিবার তৃতীয় দিনের প্রথম সেশনেই মাত্র ৭৩ রানে বাকি ৫ উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। স্টোকস করেন ৪১ রান। দলের নিচের সারির ব্যাটাররা রান পাননি। ব্রুক শতরান করেন। ১০৮ রান করে আউট হন তিনি।
পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে সব থেকে সফল বোলার আবরার আহমেদ। ৪ উইকেট নিয়েছেন তিনি। টেস্ট অভিষেকে দু’ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়েছেন আবরার। তিনি ছাড়া দ্বিতীয় ইনিংসে জাহির মাহমুদ তিনটি ও নওয়াজ একটি উইকেট নিয়েছেন।
পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৩৫৫ রান। দুই ওপেনার আবদুল্লা শফিক ও মোহাম্মদ রিজওয়ান শুরুটা ভালো করেন। প্রথম উইকেটে ৬৬ রান যোগ করেন তারা। পাকিস্তানকে প্রথম ধাক্কা দেন জেমস অ্যান্ডারসন। রিজওয়ানকে ৩০ রানের মাথায় আউট করেন তিনি। অধিনায়ক বাবর আজম মাত্র এক রানে আউট হয়ে যান। শফিক করেন ৪৫ রান। ৮৩ রানে তিন উইকেট পড়ে যায় পাকিস্তানের।
দেখে মনে হচ্ছিল দ্বিতীয় টেস্টেও হারতে হবে পাকিস্তানকে। কিন্তু চতুর্থ উইকেটে জুটি করে সাউদ শাকিল ও ইমাম উল হক। ১০৮ রানের জুটি করেন তারা। দু’জনেই অর্ধশতরান করেন। দুই ব্যাটারের হাতে ম্যাচে ফেরে পাকিস্তান। দিনের শেষ দিকে ৬০ রানের মাথায় ইমামকে আউট করেন জ্যাক লিচ।
রবিবার তৃতীয় দিনের শেষে পাকিস্তানের রান ৪ উইকেটে ১৯৮। সিরিজে সমতা আনতে স্বাগতিকদের দরকার আরও ১৫৭ রান। আর এক ম্যাচ বাকি থাকতে সিরিজ মুঠোয় পুরতে ইংলিশদের চাই ৬ উইকেট। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে সফরকারীরা।
বিডি প্রতিদিন/এমআই