চট্টগ্রাম টেস্টে প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছে ভারত। তবে সুযোগ মিস না করলে প্রথম দিনেই ভারতকে অলআউট করা সম্ভব ছিল বলে জানিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম।
প্রথম সেশনেই বাংলাদেশ তুলে নিয়েছিল তিন উইকেট। চলে গিয়েছিল বেশ ভালো অবস্থানেও। পরে দ্বিতীয় সেশনে আরও এক উইকেট পায় টাইগাররা। কিন্তু এরপর সুযোগ মিসের মহড়া দিয়ে দীর্ঘক্ষণ উইকেট থেকে বঞ্চিত থাকতে হয়েছে বাংলাদেশকে। তবে শেষ বিকেলে দুই উইকেট তুলে নিয়েছেন বোলাররা।
বুধবার খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল বলেন, আমিও এটার সঙ্গে একমত (অলআউট করা)। এটা বলতে পারেন। হয়তো আমরা দেখা যাচ্ছে যে, দশ-পনেরো ওভার থাকতে যদি পাঁচ-ছয়টা পড়ে যেতো। আমরা সুযোগগুলো নিতে পারতাম। তখন সম্ভব ছিল। অসম্ভব ছিল না সেটা বলতে পারেন।
তিনি বলেন, সুযোগগুলো যদি নিতে পারতাম, হয়তো তারা এর মধ্যেই অলআউট হয়ে যেতো। অবশ্যই পূজারা অভিজ্ঞ ব্যাটার। তারা অনেক ভালো বোঝে। যেহেতু সে এটা বলছে....সে ব্যাট করছে, উইকেটের আচরণ বুঝতে পারছে। ও যেটা বলছে এটা ভালো বলছে। আমরা যখন খেলবো বা ব্যাটিং করবো আমাদেরও ফোকাস রেখে জুটি গড়তে হবে। তাহলে আমরাও ভালো কিছু করতে পারবো।
উইকেটের ধরন নিয়ে তাইজুল বলেন, অনেক সিরিজ খেলেছি ডে বাই ডে ভালো হয়েছে উইকেট। কিন্তু এটাতে আমরা এখনও অনুমান করতে পারছি না কী হবে। আসলে এটা বলা কঠিন। যেহেতু উইকেটের আচরণ এখনও...বড় বড় টার্ন করেছে এমন না। সময় লাগবে হয়তো বা।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        