কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আফ্রিকান দেশ মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল। বিশ্বকাপ থেকে ফিরে চার দিনের মাথায় সাবেক ক্লাব রিয়ালে মাদ্রিদে দেখা গেল রোনালদোকে। কিন্তু হঠাৎ রিয়ালে কেন সিআরসেভেন? তবে আবারও ফিরছেন পুরনো সেই ক্লাবে?
আসলে বিষয়টি তেমন নয়। একদিকে, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে তার দেশ পর্তুগাল। অন্যদিকে বিশ্বকাপ শুরুর আগেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তি শেষ হয়েছে। আর এই সময়টাতে অনুশীলনের জন্য রিয়াল মাদ্রিদে গিয়েছিলেন রোনালদো।
এই মুহূর্তে রোনালদো কোথায় যাচ্ছেন কিংবা যাবেন সেটা নিয়ে চলছে নানারকম গুঞ্জন। এমন সময় রোনালদো রিয়ালে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন হয়তো প্রাক্তন ক্লাব আবার যোগ দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। কিন্তু বিষয়টি তা নয়, তার সঙ্গে স্প্যানিশ ক্লাবটির নতুন কোনও চুক্তি হয়নি। মূলত কোথাও যোগ দেওয়ার আগে নিজেকে ফিট এবং প্রস্তুত করতে অনুশীলন শুরু করেছেন সিআরসেভেন। আর এই অনুশীলন করতে তিনি এসেছেন রিয়ালের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে।
তাকে সেখানে অনুশীলন করার অনুমতি দিয়েছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। অবশ্য দিন-চারেক আগেই তিনি সভাপতির কাছে অনুশীলন করার অনুমতি চেয়েছিলেন। জবাবে পেরেক তাকে বলেছিলেন, “অবশ্যই, কেন নয়। এটা তো তোমারই ঘর-বাড়ি।”
চার বছর পর রিয়ালে ফিরে তিনি একাকী অনুশীলন করেছেন। এখানেই তিনি কিছুদিন অনুশীলন করবেন।
২০১৮ সালে রিয়াল ছাড়ার আগে ৯ বছর তিনি লস ব্লাঙ্কোসদের হয়ে খেলেছিলেন। রিয়ালের হয়ে তিনি দুটি লা লিগার ও চারটি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন। রিয়ালে থাকতেই তিনি পাঁচবার ব্যালন ডি’অর জিতেছিলেন।
বিডি প্রতিদিন/কালাম