প্রথম দিনে বাংলাদেশের স্পিনারদের সামনে বেশ কঠিন পরীক্ষাই দিতে হলো ভারতীয় ব্যাটসম্যানদের। বুধবার (১৪ ডিসেম্বর) দিনশেষে স্কোরবোর্ডে সংগ্রহ খুব হৃষ্টপুষ্ট নয় তাদের। তবে তাতে শঙ্কার কিছু দেখছেন না চেতেশ্বর পুজারা। উইকেটের যা অবস্থা, তাতে ভারতীয় স্পিনাররাও বাংলাদেশকে বিপাকে ফেলতে পারেন বলেই বিশ্বাস তার।
চট্টগাম টেস্টের প্রথম দিনে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮। এমনিতে টস জিতে ব্যাটিংয়ে নামা দলের জন্য প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ফেলা আদর্শ কিছু নয়। তবে চট্টগ্রাম টেস্টের উইকেটের যে অবস্থা, তাতে পুজারা এটিকে রাখতে চান সাধারণ সমীকরণের বাইরে। দিনশেষে সংবাদ সম্মেলনে ভারতীয় ব্যাটসম্যান বললেন, আপাতত তাদের লক্ষ্য আর ৭০ রানের মতো যোগ করা।
পুজারা বলেন, ৬ উইকেট হারানো খুব বেশি নয়। পিচের অবস্থা ভাবলে, স্কোরবোর্ডে বেশ ভালো রান আছে আমাদের। ৪-৫ উইকেট হারালে অবশ্যই আরেকটু ভালো হতো। তবে এই উইকেটে ৩৫০ রান মোটামুটি ভালো স্কোর। আমরা দেখেছি, স্পিনারদের জন্য যথেষ্ট টার্ন এখানে আছে। আমাদের দলেও আছে তিনজন স্পিনার। পেসারদের বোলিং একটি-দুটি বল নিচু হয়ে যাচ্ছে আচমকা। ব্যাটিংয়ের জন্য সহজ উইকেট এটি নয়। আশা করি, আমাদের বোলাররা কাজটা ঠিকঠাক করতে পারবে।
টার্ন কিংবা মন্থরতার চেয়ে এই উইকেটের বড় বিপদ অসমে বাউন্সে। ম্যাচের একদম শুরু থেকেই দেখা গেছে, হুট করেই একটি-দুটি বল নিচু হয়ে যাচ্ছে বিপজ্জনকভাবে। বেশ কিছু ডেলিভারি কিপারের কাছে গেছে দুই বাউন্সে। পুজারা সঙ্গে যোগ করলেন, এই বিপদটা নতুন বলেই বেশি।
তিনি বলেন, প্রথম বা দ্বিতীয় ওভার থেকেই বাউন্স ছিল অসমান। আচমকা বল নিচু হয়েছে। দ্বিতীয় নতুন বলেও একইরকম হয়েছে, হুটহাট বল নিচু হয়েছে। আশা করি, আমরা এটা সর্বোচ্চ কাজে লাগাতে পারব। বল পুরনো হওয়ার পর কাজ কিছুটা সহজ হয়ে আসে (ব্যাটিংয়ের জন্য)। বোলাররাও ক্লান্ত হয়ে আসে। একই লাইনে তো আর তারা সবসময় বল করতে পারবে না। ব্যাটার হিসেবে আমরা জানি, কুকাবুরা বলে প্রথম ২০-৩০ ওভারই গুরুত্বপূর্ণ। এই ধাপ পার হয়ে গেলে কিছুটা সহজ হয়ে আসে কাজ।
ভারতের লড়িয়ে এই স্কোরে পৌঁছানোয় পারায় বড় অবদান পুজারার। দিনের শুরুর দিকে উইকেটে যান তিনি। কঠিন এই পিচে লড়াই করে শেষ পর্যন্ত আউট হন দিনের শেষ সময়ে। ১২ রানে জীবন পেয়ে তা কাজে লাগিয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান খেলেন ২০৩ বলে ৯০ রানের ইনিংস। ৭০ ওভারের বেশি উইকেটে কাটিয়ে তার উপলব্ধি, সময়ের সঙ্গে ব্যাটিংয়ের জন্য আরও কঠিন হয়ে উঠবে উইকেট।
পুজারা বলেন, এই ধরনের উইকেটে থিতু হওয়া বলে কিছু কখনোই নেই। লম্বা সময় ধরে মনোযোগ ধরে রাখতে হয়। রিল্যাক্স থাকার কোনো সুযোগ নেই। এখনও ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জিং পিচ। আমার মনে হয়, সময়ের সঙ্গে আরও খারাপ হবে ব্যাটিংয়ের জন্য।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ