চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। বুধবার (১৪ ডিসেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনশেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান করে সফরকারীরা।
এদিন, ১১২ রানে ৪ উইকেট পড়ার পর দিনটা বাংলাদেশের বোলারদেরই ধরে নিয়েছিলো প্রায় সবাই। কিন্তু চেতেশ্বর পূজারা এবং শ্রেয়াস আয়ার মিলে পঞ্চম উইকেট জুটিতে ১৪৯ রানের বড় জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছিল ভারত। কিন্তু শেষ বিকেলে আবারও উইকেট এনে দিয়ে স্বস্তি দেন দিনজুড়ে দুর্দান্ত বোলিং করা তাইজুল ইসলাম। পরে মেহেদী হাসান মিরাজ দিনের একদম শেষ বলে উইকেট নিয়ে দিনটি পুরোপুরি নিজেদের করে নেন।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। আর দ্বিতীয় দিনের শুরুটা ভালো হলো বাংলাদেশের। সেঞ্চুরির পথে থাকা শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফিরিয়ে দিলেন ইবাদত। দলীয় ২৯৩ রানের মাথায় ব্যক্তিগত ৮৬ রান করে ইবাদতের বলে বোল্ড হয়ে ফিরতে হলো আইয়ারকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ