চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। বুধবার (১৪ ডিসেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনশেষে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান করে সফরকারীরা।
এদিন, ১১২ রানে ৪ উইকেট পড়ার পর দিনটা বাংলাদেশের বোলারদেরই ধরে নিয়েছিলো প্রায় সবাই। কিন্তু চেতেশ্বর পূজারা এবং শ্রেয়াস আয়ার মিলে পঞ্চম উইকেট জুটিতে ১৪৯ রানের বড় জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছিল ভারত। কিন্তু শেষ বিকেলে আবারও উইকেট এনে দিয়ে স্বস্তি দেন দিনজুড়ে দুর্দান্ত বোলিং করা তাইজুল ইসলাম। পরে মেহেদী হাসান মিরাজ দিনের একদম শেষ বলে উইকেট নিয়ে দিনটি পুরোপুরি নিজেদের করে নেন।
আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ-ভারত। আর দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয় বাংলাদেশের। সেঞ্চুরির পথে থাকা শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফিরিয়ে দেন ইবাদত। ইবাদত হোসেনের আগের ওভারে লিটন দাস ক্যাচ ফেললে ৮৫ রানে জীবন পান শ্রেয়াস আইয়ার। ম্যাচে তিনবার জীবন পেলেও সেঞ্চুরি করতে পারলেন না তিনি। ইবাদতই ফেরালেন তাকে। এই পেসার তার পরের ওভারে আইয়ারকে বোল্ড করেন। ১৯২ বলে ১০ চারে ৮৬ রানে থামলেন ভারতীয় ব্যাটসম্যান।
২৯৩ রানে ৭ উইকেট হারায় ভারত। ২৯৩ রানে দ্বিতীয় দিন প্রথম উইকটে হারালেও রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব প্রতিরোধ গড়েছেন। প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ৩৪৮ রান। উল্লেখ্য, ৩৫০ রান করলেই খুশি ভারত, এমনটাই প্রথম দিন শেষে বলেছিলেন চেতেশ্বর পূজারা। সেই লক্ষ্যে ভালোভাবেই এগোচ্ছে সফরকারীরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ