চট্টগ্রামে প্রথম টেস্টে ভারতকে ৪০৪ রানে অলআউট করেছে বাংলাদেশ। টেস্টের প্রথম দিনে ৬ উইকেট হারিয়ে ২৭৮ রান করেছিল সফরকারীরা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনে বাকি চার উইকেটে ১২৬ রান তোলে কোহলিরা।
দ্বিতীয় দিনে একের পর এক ওভার পেরিয়ে গেছে। অনায়াসে ব্যাটিংয়ে জুটি বড় করছেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদব। দুজনের দৃঢ়তায় অনেকটাই হতাশায় পড়ে টাইগাররা। কিন্তু সাকিব আল হাসানের বোলিংয়ে আসার নামই নেই। শেষ পর্যন্ত এ দিন আর বোলিংই করলেন না বাংলাদেশের অধিনায়ক।
পাঁজরের চোটে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সাকিবের খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা। ম্যাচের আগের দিন স্ক্যান করানোর জন্য দলের অনুশীলনের মাঝেই মাঠ থেকে তাকে ছুটতে হয় হাসপাতালে। পরে রিপোর্ট ভালো আসায় বুধবার লোকেশ রাহুলের সঙ্গে টস করেন তিনিই।
ম্যাচের প্রথম দিন স্রেফ ১২ ওভার বোলিং করেন সাকিব। ৪ মেইডেনসহ স্রেফ ২৬ রান খরচ করলেও পাননি উইকেটের দেখা। তবে সাকিব দ্বিতীয় ইনিংসে বোলিং করবেন-এমন আশা করেছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।
খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার কাঁধে কিছুটা ব্যথা আছে। আশা করি, সে দ্বিতীয় ইনিংসে বোলিং করবে। সে হয়তো ১০-১২ ওভারের মতো বোলিং করেছে। আমি নিশ্চিত সে দ্বিতীয় ইনিংসে বোলিং করবে।
এদিকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান। ফলোঅন এড়াতে এখনো প্রয়োজন ৭১ রান।
বিডি প্রতিদিন/এমআই