চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৩৩ রান। ফলোঅন এড়াতে এখনো প্রয়োজন ৭১ রান।
বৃহস্পতিবার নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের সামান্য বাইরের বল শান্তর ব্যাটে লাগলে উইকেটের পেছনে বাঁ দিকে ঝাঁপিয়ে ক্যাচ ধরেন ঋষভ পন্থ। এরপর ক্রিজে এসে ইয়াসির আলিও থাকতে পারেননি। ১৭ বলে করেছেন ৪ রান। উমেশ যাদবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান তিনি।
পাঁচ রানে ২ উইকেট হারানো বাংলাদেশের দায়িত্ব তখনও লিটন দাস ও জাকির হাসানের কাঁধে। ধাক্কা সামলে চা বিরতির পূর্বে উমেশ যাদবকে পর পর বাউন্ডারি হাঁকিয়ে ইতিবাচক ইঙ্গিতও দিয়েছিলেন লিটন। কিন্তু লিটনকে বেশি দূর যেতে দেননি সিরাজ। শুরু থেকেই তিনি বল করছিলেন আড়াআড়ি সিমে। ব্যতিক্রম ছিল না ১৪তম ওভারের প্রথম বলও। খাটো লেংথের গতিময় ডেলিভারিটি রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেন লিটন।
ফলো থ্রুতে লিটনের কাছে গিয়ে কিছু একটা বলতে দেখা যায় সিরাজকে। প্রতিক্রিয়ায় নিজের কানে হাত দিয়ে সিরাজের দিকে এগিয়ে যান লিটন। যেন বুঝতে চাইছিলেন, সিরাজ আসলে কী বলেছেন! কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। পরে আম্পায়ারের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঠিক পরের বলেই লড়াইটা জিতে নেন সিরাজ। প্রায় কাছাকাছি লেংথ থেকে ভেতরে ঢুকছিল বল। কিন্তু আগের ডেলিভারির মতো অতটা লাফিয়ে খানিকটা নিচু হয়ে যায়। লিটন রক্ষণের চেষ্টা করলেও তার ব্যাটের নিচের দিকে লেগে বল চলে যায় স্টাম্পে। ৩০ বলে ২৪ রানে সাজঘরে ফেরেন তিনি।
লিটনকে আউট করে কানে হাত দিয়ে সতীর্থদের দিকে ছুটে যান সিরাজ। স্লিপে থাকা বিরাট কোহলিকেও একই ভঙ্গিতে উদযাপন করতে দেখা যায়। কিন্তু কেন? কারণ এর আগের বলেই লিটন ও সিরাজের মাঝে হয়েছিল কথা কাটাকাটি।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন সিরাজ। এ নিয়ে প্রশ্ন করা হলে সিরাজ হাসতে হাসতে জানালেন দুজনের কথার যুদ্ধে তেমন কিছুই হয়নি। সিরাজ বলেছেন, না, তেমন কিছু না। শুধু বলেছি, এটা টি-টোয়েন্টি নয়, টেস্ট ক্রিকেট। সেনসিবল ক্রিকেট খেলতে হবে তোমার।
সিরাজ বলেছেন, তার পরিকল্পনা ছিল শুধু স্টাম্প ধরে বল করার, ‘স্টাম্প লাইনে করতে চেয়েছি, সেটা নিচু হয়েছে। আমার পরিকল্পনা ছিল এমন, স্টাম্প ধরে করা।’ লিটনকে স্লেজিংটা পরিকল্পনা করেই করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে অবশ্য বলেছেন, ‘না না, কোনো পরিকল্পনা ছিল না।’
উল্লেখ্য, প্রথম ইনিংসে ৪০৪ রানে অলআউট হয়ে গেছে ভারত।
বিডি প্রতিদিন/এমআই