অবশেষে ক্লাব বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়েছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাউন্সিল বৈঠকের পর আজ বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
তিনি জানিয়েছেন, ৩২টি দল নিয়ে ২০২৫ সাল থেকে শুরু হবে প্রতিযোগিতাটি।
ফিফা সভাপতি বলেন, ‘এটা হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। প্রতি চার বছর পর পর। প্রথম আসর অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। বিশ্বের সেরা দলগুলোকেই এখানে আমন্ত্রণ করা হবে। ’
ইনফান্তিনো আরও জানান, এবারের ক্লাব বিশ্বকাপ হবে মরক্কোতে। প্রতিযোগিতাটি সাধারণত ডিসেম্বরে হলেও এবার হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিডি প্রতিদিন/নাজমুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        