পাহাড়সম লক্ষ্যের সামনে দাঁড়িয়ে দ্বিতীয় ইনিংসে জাকির হাসান ও নাজমুল হাসান শান্তের ব্যাটিংয়ে ছুটছে বাংলাদেশ। দুজনের উদ্বোধনী জুটির রান ছাড়িয়ে গেছে একশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত।
৫১৩ রানের লক্ষ্যে খেলতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার দুই বল শেষে ১১৮ রান করেছে স্বাগতিকরা। শান্ত ৬৪ রান, আর জাকির ৫৪ রানে অপরাজিত আছেন।
এর আগে, প্রথম ইনিংসে ৪০৪ রান করে অলআউট হওয়ার পর দ্বিতীয়টিতে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান করে দিনশেষ করেছিল ভারত। আর নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয়ে গেছে কেবল দেড়শ রানে।
বিডি প্রতিদিন/এমআই