পাহাড়সম লক্ষ্যের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ ভেঙে পড়বে-এমন ভাবনা হয়তো ছিল অনেকের। কিন্তু জাকির হাসান ও নাজমুল হাসান শান্ত ভুল প্রমাণ করছেন সবাইকে। দু'জনের উদ্বোধনী জুটির রান ছাড়িয়ে গেছে একশ।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত।
পাহাড়সম লক্ষ্যের সামনে দাঁড়িয়ে অসহায় আত্মসমর্পণ করছে না বাংলাদেশ। লড়াই করে যাচ্ছে টাইাগাররা। প্রথম ইনিংসে ২০ রানে আউট হওয়ার পরের ইনিংসে নিজেকে চেনালেন জাকির হাসান। ক্যারিয়ারের অভিষেক টেস্টে দ্বিতীয় ইনিংসে পেলেন প্রথম হাফ সেঞ্চুরির দেখা। ৪০তম ওভারে অক্ষর প্যাটেলকে চার মারেন। তারপর একটি ডট বল, তৃতীয় বলে মিড অন দিয়ে সিঙ্গেল নিয়ে ১০১ বলে ৭ চারে ফিফটি করেন তিনি। শতরানের জুটি গড়ার পথে নাজমুল হোসেন শান্তও পেয়েছেন হাফ সেঞ্চুরি। ৪০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১১৩ রান করেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ১০০ রানের মধ্যে বাংলাদেশের পড়েছিল ৬ উইকেট। ৫১৩ রানের লক্ষ্যে নেমে দ্বিতীয় ইনিংসে শক্ত বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        