এবারের বিশ্বকাপেও ভাগ্যটা খারাপ ছিল ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমার। বিশ্বকাপ শুরুর দুই দিন আগে চোটের কারণে ছিটকে যান দল থেকে। তবে ফাইনালের আগে তাকে ফিট হিসেবে পাওয়া গেলেও শিরোপার লড়াইয়ে বিবেচনা করা হয়নি ব্যালন ডি’অর জয়ী তারকাকে।
সেই ক্ষোভে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা। সোমবার টুইটারে এ বিষয়ে একটি পোস্ট দেন বেনজেমা। টুইটার পোস্টে তিনি লেখেন, ‘আমি আমার গল্প লিখেছি এবং এটা এখানেই শেষ।’
ইনজুরির কারণে এবার ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও কাতারে যাওয়া হয়নি বেনজেমার। একটা ম্যাচ না খেলেও তাই 'ছিলেন' তিনি। চোট থেকে সেরে ওঠতে তাকে ক্যাম্প থেকেও ছেড়ে দেওয়া হয়। এরপর নিজ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অনুশীলন করছেন তিনি।
এদিকে, শিরোপার খুব কাছে গিয়েও চ্যাম্পিয়ন না হতে পারার পরের দিনই নতুন করে দুঃসংবাদ পেল ফ্রান্স।
২০০৭ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় বেনজেমার। এরপর বিশ্বকাপ আয়োজিত হয়েছে মোট ৫ বার। তবে সেসব বিশ্বকাপের মধ্যে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ বাদে কোনোটাতেই খেলতে পারেননি তিনি। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৭ ম্যাচ খেলে ৩৭টি গোল করেছেন ৩৫ বছর বয়সী এ তারকা।
বিডি-প্রতিদিন/বাজিত