কাতার বিশ্বকাপের ফাইনালে এক দুর্ধর্ষ ম্যাচের সাক্ষী হয়ে থাকলো গোটা বিশ্ব। লিওনেল মেসির হাতে উঠেছে বিশ্বকাপের ট্রফি। ফাইনাল ম্যাচে অসাধারণ হ্যাটট্রিক করেও ফ্রান্সকে শিরোপা জেতাতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকলেও তার জোড়া গোলেই ম্যাচে সমতা আনে ফ্রান্স। এরপর অতিরিক্ত সময়েও পিছিয়ে পরলে আবারও গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরায় এমবাপ্পে।
তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে ৪-২ গোলে হেরে রানার আপ হয়েই বিশ্বকাপ শেষ করতে হয় ফ্রান্সকে। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও দলকে শিরোপা এন দিতে না প্রায় বেশ হতাশ হন এমবাপ্পে। টুর্নামেন্টে সর্বোচ্চ ৮টি গোল করে জিতে নেন গোল্ডেন বুট। তবে শিরোপা জিততে না পারায় হতাশায় মাঠে দাঁড়িয়ে থাকেন মাথানত করে। এসময় তাকে সান্ত্বনা দিতে আসেন দলের সিনিয়র স্টাফ ও আর্জেন্টিনার ফুটবলাররা।
অবশেষে ফাইনালে শেষের দীর্ঘ সময় পর মুখ খুললেন এমবাপ্পে। সোমবার (১৯ ডিসেম্বর) নিজের গোল্ডেন বুট হাতে ছবি আপলোড দিয়ে ক্যাপশনে এক লাইনে লেখেন, 'আমরা ফিরে আসব।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ