শেষ মুহূর্তে পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম যোগ দিচ্ছেন বিপিএলে। পাকিস্তানের তারকা এই অলরাউন্ডার খেলবেন সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে।
মঙ্গলবার রাতে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। ইমাদ দীর্ঘদিন ধরে জাতীয় দলে না থাকলেও খেলে বেড়াচ্ছেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। নতুন করে এবার এই অলরাউন্ডারকে দেখা যাবে বিপিএলেও।
ইমাদ ছাড়াও বিপিএলে দেখা যাবে পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলী, আবরার আহমেদ, শোয়েব মালিকদের মতো ক্রিকেটারদের। এ ছাড়া রয়েছেন শান মাসুদ, আহমেদ শেহজাদ, ইফতেখার আহমেদ, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহর মতো ক্রিকেটারদের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ