এখন থেকে ফুটবলের সব টুর্নামেন্ট মধ্যপ্রাচ্যে আয়োজনের দাবি জানালেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন।
কাতার বিশ্বকাপ আয়োজন নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করে এই দাবি জানান ইংলিশ কিংবদন্তি পিটারসেন।
সেই সঙ্গে গত বছর ইউরো ফাইনালে হওয়া দাঙ্গার কথাও মনে করিয়ে দিয়েছেন সাবেক এই ক্রিকেটার।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে কাতার নিয়ে মুগ্ধতা প্রকাশ করে পিটারসেন লিখেছেন, “দাঙ্গাবাজবিহীন একটি ফুটবল টুর্নামেন্ট। ওয়েম্বলিতে গত বছরের (ইউরোতে) অসম্মানজনক কাণ্ড এবং কাতারের বিশ্বকাপ— কাতার অনেক বেশি ভালো ছিল। সত্যিকার অর্থে অন্য স্তরে ছিল।”
কাতারের বিশ্বকাপ আয়োজনের প্রশংসায় পিটারসেন আরও বলেন, “সম্ভবত প্রতিটি ফুটবল টুর্নামেন্ট মধ্যপ্রাচ্যে হওয়া উচিত। যেখানে দর্শকেরা বাবা, মা, নারী, পুরুষ সবাই এক খেলা উপভোগ করতে পারে। সাবাস কাতার।”
এ ধরনের পোস্ট ইউরোপীয়দের অনেকেই পছন্দ করবেন না। তাই কাতারে গিয়ে স্বচক্ষে বিশ্বকাপ না দেখে থাকলে নেতিবাচক উত্তর দিতেও নিষেধ করে দিয়েছেন পিটারসেন।
তিনি লিখেছেন, “পুনশ্চ— দয়া করে এই পোস্টের প্রত্যুত্তরে কোনও নেতিবাচক কথা বলবেন- যদি না আপনি সশরীরে দোহায় উপস্থিত থাকেন এবং এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। ধন্যবাদ।” সূত্র: ডেইলি মেইল, মিরর অনলাইন
বিডি প্রতিদিন/কালাম