ঢাকা টেস্টের আগের দিন অধিনায়ক অনুশীলনে নেই। ব্যাকআপ স্পিনার হিসেবে স্কোয়াডে আরেক বাঁহতি নাসুম আহমেদ। তবে কি সাকিবের শেষ টেস্টে খেলবেন না? কিংবা খেললেও চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসের মতো বোলিং করবেন না? শুধু ব্যাটার আর ক্যাপ্টেন হিসেবেই খেলবেন সাকিব আল হাসান?
গুঞ্জন উড়িয়ে টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড সংবাদ সম্মেলনে এসে জানালেন, সাকিব বোলিং করবেন।
তিনি বলেছেন, ‘সাকিব ভালো আছে। সে বোলিং করবে। এখানে ওয়ানডে চলার সময় তার হালকা চোট ছিল। সেখান থেকে সেরে উঠেছে। সে খেলার জন্য তৈরি ও বোলিংও করতে পারবে। সে খেলার অবস্থায় আছে (হি ইজ গুড টু গো)।’
সাকিব বোলিং করলে দলের ভারসম্য একরকম, না করলে অন্যরকম। তিনি যেহেতু বোলিং করবেন, তাহলে একাদশ কেমন হবে? এমন প্রশ্নের জবাবে শুরুতে রসিকতা করেন দক্ষিণ আফ্রিকান কোচ। পরে অবশ্য তিনি বলেছেন, তিনজন স্পিনার খেলবেন ঢাকা টেস্টেও।
তিনি বলেন, ‘এখানে কোনো নির্বাচক আছে? (হাসি) আমি সেটা বলতে পারছি না। তবে ধারণা করে বলতে পারি তিনজন স্পিনার যারা খেলেছিল আর তাসকিন ফিরে এসেছে সঙ্গে খালেদ তো আছে। নির্বাচন নিয়ে কাজটা নির্বাচকদের। তবে আমি দেখতে পাচ্ছি এমন কিছুই হতে যাচ্ছে। সুখবর হচ্ছে, সাকিব খেলার জন্য পুরোপুরি তৈরি ও উইকেটে দেখে মনে হচ্ছে সে খেলার জন্য মুখিয়ে আছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ