কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গেছে বর্তমান সময়ের অন্যতম সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের দেশ ফ্রান্স। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পেনাল্টিতে ৪-২ ব্যবধানে হেরে যায় ফরাসিরা।
লুসাইল স্টেডিয়ামে গত রবিবারের ফাইনালে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার গোলে ৩৫ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথমার্ধে গোলের জন্য কোনো শটই নিতে পারেনি ফান্স। তবে ৮০ ও ৮১, পরপর দুই মিনিটে এমবাপ্পের দুই গোলে সমতা টেনে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় ফরাসিরা।
এর আগে প্রথমার্ধের বিরতিতে দলকে তাতিয়ে দেন পিএসজি ফরোয়ার্ড। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঠে সতীর্থদের কিছু করে দেখানোর আহ্বান জানান এমবাপ্পে। তিনি বলেন, “এটা একটা বিশ্বকাপ ফাইনাল, আজীবনের ম্যাচ। আমরা এর চেয়ে বাজে কিছু করতে পারি না। চলো মাঠে ফিরে যাই; হয় আমরা তাদের খেলতে দিই অথবা আমরা খেলি। আমরা লড়াইয়ের মনোভাব রাখি, আমরা কিছু করি, বন্ধুরা।”
“যা হওয়ার হয়ে গেছে, তারা দুটি গোল করেছে, আমরা দুই গোল পিছিয়ে আছি। আমরা ঘুরে দাঁড়াতে পারি। এই ধরনের সুযোগ প্রতি চার বছর পরপর আসে।”
অতিরিক্ত সময়ে মেসির দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। শেষ দিকে স্কোরলাইন ৩-৩ করেন এমবাপ্পে। ১৯৬৬ সালে ইংল্যান্ডের জিওফ হার্স্টের পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিকের কীর্তি গড়েন তিনি। পরে টাইব্রেকারে শিরোপাধারীদের ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের উৎসবে মাতে আর্জেন্টিনা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        