চট্টগ্রাম টেস্টে বল হাতে সাফল্য না পেলেও ব্যাট হাতে রান পেয়েছেন সাকিব আল হাসান। এর প্রভাব পড়েছে টেস্ট র্যাংকিংয়েও। অলরাউন্ডারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার।
চট্টগ্রামে দলের দ্বিতীয় ইনিংসে ৮৪ রানের ইনিংস খেলেন সাকিব। আর তাতেই আইসিসির হালনাগাদ টেস্ট র্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। টাইগারদের টেস্ট অধিনায়ককে জায়গা ছেড়ে দিয়ে তিনে নেমে গেছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। তবে আগের মতোই শীর্ষে আছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আর দ্বিতীয় স্থানে আছেন তার স্বদেশী সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান টেস্ট সিরিজ হেরে গেলেও ব্যাট হাতে সাফল্য পাওয়া বাবর আজম উঠে এসেছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে দুইয়ে আছেন পাকিস্তানের বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত করাচি টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৭৮ ও ৫৪ রান করেন তিনি।
অন্যদিকে ব্রিসবেনে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মধ্যকার লো-স্কোরিং টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৪২ রান করা স্টিভেন স্মিথ নেমে গেছেন তৃতীয় স্থানে। শীর্ষে থাকা অজি ব্যাটার মার্নাস লাবুশেনের চেয়ে বাবর এখনও ৬১ পয়েন্ট পিছিয়ে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ