ছেলেদের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার গ্যারফিল্ড ট্রফি’ জয়ের লড়াইয়ে ইংল্যান্ডের বেন স্টোকসের সাথে আছেন পাকিস্তানের বাবর আজম, জিম্বাবুয়ের সিকান্দার রাজা ও নিউ জিল্যান্ডের টিম সাউদি।
মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি ‘র্যাচেল হেহো ফ্লিন্ট’ ট্রফির লড়াইয়ে আছেন ভারতের স্মৃতি মান্ধানা, অস্ট্রেলিয়ার বেথ মুনি, নিউ জিল্যান্ডের অ্যামিলিয়া কার ও ইংল্যান্ডের ন্যাট শিভার।
আইসিসি অ্যাওয়ার্ডের বর্ষসেরা পুরস্কারে সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয় শুক্রবার।
সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা:
ছেলেদের বর্ষসেরা ক্রিকেটারের স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি:
বাবর আজম, সিকান্দার রাজা, টিম সাউদি, বেন স্টোকস।
মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের র্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি:
অ্যামিলিয়া কার, স্মৃতি মান্ধানা, বেথ মুনি, ন্যাট শিভার।
ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার:
জনি বেয়ারস্টো, উসমান খাওয়াজা, কাগিসো রাবাদা, বেন স্টোকস।
ছেলেদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার:
বাবর আজম, শেই হোপ, সিকান্দার রাজা, অ্যাডাম জ্যাম্পা।
মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার:
অ্যালিসা হিলি, শাবনিম ইসমাইল, অ্যামিলিয়া কার, ন্যাট শিভার।
ছেলেদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার:
সূর্যকুমার যাদব, সিকান্দার রাজা, মোহাম্মদ রিজওয়ান, স্যাম কারান।
মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার:
নিদা দার, সোফি ডিভাইন, স্মৃতি মান্ধানা, তাহলিয়া ম্যাকগ্রা।
ছেলেদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার:
ফিন অ্যালেন, মার্কো ইয়ানসেন, আর্শদিপ সিং, ইব্রাহিম জাদরান।
মেয়েদের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার:
ইয়াস্তিকা ভাটিয়া, ডারিস ব্রাউন, অ্যালিস ক্যাপসি, রেনুকা সিং।
এছাড়াও পুরস্কার দেওয়া হবে সহযোগী দেশগুলোর ছেলেদের বর্ষসেরা ক্রিকেটার, সহযোগী দেশগুলোর মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার, স্পিরিট অব দা ক্রিকেট অ্যাওয়ার্ড ও বর্ষসেরা আম্পায়ার ক্যাটেগরিতে।
বিডি প্রতিদিন/নাজমুল