বলের রঙ সাদা হোক বা লাল, গায়ের পোশাক হোক সাদা কিংবা রঙিন, দেশে কিংবা বিদেশে, যেকোনো কন্ডিশনে যেকোনো পরিস্থিতিতে ব্যাটারদের জন্য বর্তমানে এক ত্রাসের নাম জাসপ্রীত বুমরাহ।
লম্বা সময় ধরে ফর্মের তুঙ্গে আছেন ভারতীয় এই পেসার। দুর্দান্ত বোলিংয়ের কারণে এবার তাকে বোলারদের ‘স্যার ডন ব্র্যাডম্যান’ হিসেবে আখ্যায়িত করলেন অস্ট্রেলিয়ান ব্যাটিং গ্রেট অ্যাডাম গিলক্রিস্ট।
বছরজুড়ে দারুণ পারফরম্যান্সের সুবাদে ২০২৪ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবং বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারও জেতেন বুমরাহ। বছরের শেষের দিকে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের হয়ে প্রায় একাই বুক চিতিয়ে লড়ে গেছেন বুমরাহ। শেষ টেস্টে চোটে পড়ার আগে সিরিজে নেন ৩২ উইকেট, যা সিরিজের সর্বোচ্চ। ভারত ৩-১ ব্যবধানে সিরিজ হারলেও সিরিজসেরার পুরস্কার ওঠে বুমরাহর হাতে।
চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয়নি বুমরাহর। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শুরুর দিকের বেশ কিছু ম্যাচও মিস করেছেন তিনি। তবে ফেরার পর জ্বলে উঠেছেন বরাবরের মতই। এখনও পর্যন্ত ৭ ম্যাচ খেলে তুলেছেন ১১ উইকেট।
বোলিং গড় দারুণ, ১৭.৭২! ইকোনমি রেট ৬.৯৬, আধুনিক ক্রিকেটের বাস্তবতা এবং আইপিএল বিবেচনায় যা অবিশ্বাস্য। সব মিলিয়ে রাজার বেশেই ফিরেছেন বুমরাহ। তার না খেলা ৪ ম্যাচে যেখানে ১ জয় পেয়েছিল তার দল মুম্বাই ইন্ডিয়ান্স, সেখানে তার খেলা ৭ ম্যাচে ৬ জয় তুলে নিয়ে উঠে গেছে টেবিলের শীর্ষে।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজে আলোচনায় সব সংস্করণে বুমরাহর প্রভাব বোঝাতে সাবেক কিপার-ব্যাটসম্যান গিলক্রিস্ট ভারতীয় পেসারকে তুলনা করেন ডন ব্র্যাডম্যানের সঙ্গে, যিনি সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে একরকম অবিসংবাদিত।
গিলক্রিস্ট বলেন, “সে সম্ভবত সর্বকালের সেরা বোলার, ফাস্ট বোলার। যখন পরিসংখ্যানে চোখ রাখবেন, দেখবেন কোন কোন পরিস্থিতিতে সে তার বোলিং দক্ষতা দেখিয়ে চলেছে, তখন তাকে মনে হবে ব্র্যাডম্যানের মতোই, যিনি অন্যদের তুলনায় অনেক এগিয়ে। ভিন্ন ভিন্ন কন্ডিশন ও পিচে যেভাবে সে বোলিং করে, তাতে বোঝা যায় আমরা সত্যিই বড় মাপের এক খেলোয়াড়কে দেখছি।” সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজিম