মারিয়া মান্দার কাছে আজকের দিনটি ছিল বিশেষ। সকাল থেকেই সতীর্থদের কাছ থেকে পেতে থাকেন জন্মদিনের শুভেচ্ছা। বিশেষ এই দিনে মাঠেও নামতে হয়। কেননা পর্দা উঠেছে ভুটানের নারী ফুটবল লিগের।
গত মাসে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে নেওয়া অনিবার্য কারণে। প্রথম ম্যাচে উগেন একাডেমিকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে থিম্পু সিটি। এই ক্লাবের হয়ে খেলছেন বাংলাদেশের ফুটবলার মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র ও সানজিদা আক্তার। তিনজন আজ ছিলেন শুরুর একাদেশে।
সাধারণত গোলের দেখা নিয়মিত পান না মারিয়া। তবে এবারের জন্মদিনটা ২২ বছর বয়সী এই ফুটবলার রাঙালেন গোলের আনন্দে। ম্যাচে থিম্পুর হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। শামসুন্নাহারের কর্নার থেকে আসা বল ঠেকানোর চেষ্টা করেও বিপদ দূর করতে পারেননি উগেন গোলরক্ষক। বক্সে মারিয়া ছিলেন সুযোগের অপেক্ষায়। তা কাজে লাগাতে কোনো ভুল করেননি। দারুণ এক হেডে জাল কাঁপান এই মিডফিল্ডার। মারিয়ার গোলটি ছাড়াও আরও দুটি গোলে অ্যাসিস্ট করেছেন শামসুন্নাহার। যদিও খেলার একপর্যায়ে লাল কার্ড দেখে ১০ জনে পরিণত হয় থিম্পু, তবুও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি দলটিকে।
ভুটানের নারী লিগে অংশ নিচ্ছেন বাংলাদেশের মোট দশ ফুটবলার, তিনটি ভিন্ন ক্লাবের হয়ে। থিম্পু সিটির পর আগামী ১২ মে মাঠে নামবে ট্রান্সপোর্ট ইউনাইটেড, যাদের দলে রয়েছেন মাসুরা পারভীন, রুপনা চাকমা ও কৃষ্ণা রানী সরকার।
এছাড়া, পারো এফসিতে বাংলাদেশের সর্বাধিক চার ফুটবলার খেলছেন—সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। তাদের প্রথম ম্যাচ ১৫ মে, প্রতিপক্ষ সামস্তে উইমেন্স ফুটবল ক্লাব।
এদিকে, বাংলাদেশ নারী ফুটবল দলের আগামী ২৭ মে জর্ডান সফরের কথা রয়েছে। সেখানে জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সফরের দল গঠন করবেন প্রধান কোচ পিটার বাটলার। ভুটানে খেলা দশ বাংলাদেশি ফুটবলারদের মধ্যে কাকে দলে রাখেন, সেটা নির্ভর করছে লিগে তাদের পারফরম্যান্সের ওপর। ১২ ও ১৫ মে ম্যাচে নজর রাখবেন কোচ বাটলার।
বিডি প্রতিদিন/নাজিম