অ্যান্ড্রয়েড ফোনে পর্নোগ্রাফি না দেখাই ভালো, কারণ আপনার অজান্তে হানা দিতে পারে সাইবার অপরাধীরা। ইন্টারনেট মারফত পর্নোগ্রাফি দেখার চাহিদা প্রতিদিন বাড়ছে। নেট ইউজারদের মধ্যে পিসি-র তুলনায় অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট ব্যবহারের চলন বেশি। সাইবার অপরাধ বিশেষজ্ঞদের মতে, যৌনতা প্রদর্শনের সুড়সুড়ি দিয়ে ইউজারের অজান্তে তার যাবতীয় গোপনীয় তথ্য হাতিয়ে নিচ্ছে সাইবার অপরাধীরা।
অ্যানড্রয়েড ফোনে পর্ন দেখার এক বড় সমস্যা হল পর্ন টিকারের হানা। নিরীহ অ্যাপের ছদ্মবেশ ধারণ করিয়ে এই টিকারগুলি ছাড়া হয়। পর্ন দেখার সময় প্লে স্টোরে গিয়ে কোনও গেমস অ্যাপ ডাউনলোড করতে গেলে নানান জনপ্রিয় গেমস অ্যাপ হিসেবে এদের দেখা যায়। মনে রাখা দরকার, অ্যান্ড্রয়েড ফোনে পর্ন দেখতে হলে সব সময় ইনকগনিটো মোডে দেখা উচিত। এর ফলে কোন ওয়েবসাইট আপনার পিছু তাড়া করতে পারে না।
যে অ্যান্ড্রয়েড ফোনে আপনার প্রধান জিমেইল আইডি রয়েছে তার থেকে পর্ন দেখার চেষ্টা না করাই ভালো। মনে রাখবেন, আপনার নির্দিষ্ট অ্যান্ড্রয়েড স্মার্টফোনের নিরাপত্তা ও গোপনীয়তা এবার সাইবার অপরাধীদের মুঠোর ভিতর চলে গেছে।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন