অ্যাপলের নতুন আইফোন 'এসই' বাজার দখল করতে পারেনি। তাই এ ক্ষতি পুষিয়ে নিতে ভারতের বাজারে আইফোনের দাম ২৯% পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে। এ অনুযায়ী আইফোন ৬ এবং আইফোন ৬এস'র দাম ২৯% বৃদ্ধি পাবে। আর আইফোন ৫এস'র দাম বাড়বে ২২%।
ভারতে ৪ ইঞ্চির আইফোন এসই আইফোনটির দাম ৩৯ হাজার টাকা থেকে শুরু। কিন্তু বাজারে তেমন চলেনি মডেলটি। মডেলটির বিক্রি বাড়াতে প্রথম থেকেই বেশ কিছু অফারও দেয়া হয়েছিল। কিন্তু তাতেও লাভ হয়নি। মাত্র কয়েক হাজার ইউনিট বিক্রি হয়। বিপুল ক্ষতি হয় অ্যাপলের। সেই ক্ষতিতে রাশ টানতেই আইফোনের দাম এক ঝটকায় এতটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় অ্যাপল। এখন এই মার্কেট প্ল্যানিং কতটা কাজ করবে সেটাই দেখার অপেক্ষা। সূত্র: আনন্দবাজার
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৬/শরীফ