৭ মে, ২০১৬ ২০:৪৩

ইউটিউব থেকে দ্রুত ডাউনলোড করার উপায়

অনলাইন ডেস্ক

ইউটিউব থেকে দ্রুত ডাউনলোড করার উপায়

ইউটিউব থেকে টপাটপ গান বা ভিডিও ডাউনলোড করতে পারছেন না? ডাউনলোডার দিয়ে আপলোড করতে হচ্ছে? তবে আর নয়, এখন অনেক সহজেই, ডাউনলো়ডার ছাড়া গান বা ভিডিও মুহূর্তেই ডাউনলোড করতে পারবেন। চলুন বিষয়টি এক নজরে দেখে নেওয়া যাক।

১. প্রথমে ইউটিউবে যান। সেখানে আপনার পছন্দের গান বা ভিডিও সার্চ করে ওপেন করুন।

২. সেই গান বা ভিডিওটি চালান। এর পর ইউআরএল youtube.com-এ গিয়ে youtube শব্দটি থেকে শেষ তিনটি লেটার ube ডিলিট করে দিন। ইন্টার চাপুন। সঙ্গে সঙ্গে আপনি চলে যাবেন yout.com-এ।

৩. একটা নতুন পেজ ওপেন হতেই ভিডিও বা গানের ফরম্যাটের(mp3/mp4) একটি অপশন আসবে। সেই সঙ্গে কোয়ালিটির অপশনও থাকবে। এর ঠিক নীচে লাল রঙের একটা ডট থাকবে। ওখানে গিয়ে ক্লিক করলেই গান বা ভিডিও ডাউনলোড হয়ে সেভ হয়ে যাবে।

বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৬/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর