৯ মে, ২০১৬ ২০:৩৯

ঘাম থেকে তৈরি হবে বিদ্যুৎ

অনলাইন ডেস্ক

ঘাম থেকে তৈরি হবে বিদ্যুৎ

এক ধরনের ‘ট্যাটুর স্টিক’ তৈরি করেছেন মার্কিন রসায়নবিদ ও গবেষকরা যা দিয়ে শারীরিক পরিশ্রম বা ট্রেনিং-এর মাত্রা পরিমাপ করা যায়। শুধু তাই নয়, তার পাশাপাশি ঘাম থেকে তৈরি করা যায় বিদ্যুৎ।

অবাক লাগলেও কথাটা সঠিক, ঘামের মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা সম্ভব। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোর একদল গবেষক এই মজার আইডিয়াটা বাস্তবায়িত করেন। তারা এর নাম দিয়েছেন ‘ট্যাটু বায়োব্যাটারি’।

'ঘামের মতো শরীর থেকে নির্গত তরল পদার্থ দ্বারা যে শক্তি উৎপাদন করা যায় তার একটা দৃষ্টান্ত এটা।'

বিডি-প্রতিদিন/ ০৯ মে ১৬/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর