৯ মে, ২০১৬ ২২:১৭

মরুভূমির মাঝে চলছে গুগলের গোপন কর্মযজ্ঞ

অনলাইন ডেস্ক

মরুভূমির মাঝে চলছে গুগলের গোপন কর্মযজ্ঞ

এমন এক গোপন বিষয় যা গুগল কাউকে জানাতে চায় না। যেখানে কাজ করছেন দুনিয়ার সেরা বিজ্ঞানী, আইটি বিশেষজ্ঞরা। গোপনে চলছে এই কর্মযজ্ঞ। গুগলের এই গোপন প্রজেক্টের নাম স্কাইবেন্ডার। অনেক ড্রোন, বিশাল বড় রেডিও ট্রান্সমিটার দিয়ে সে এক বিশাল বড় গবেষণাগার। প্রতিদিন এই গবেষণার জন্য গুগলের খরচ হচ্ছে হাজার হাজার মার্কিন ডলার। ২০১৮ সালে শেষ হবে এই প্রজেক্ট। ততদিন পর্যন্ত পুরো প্রজেক্টটা গোপন রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে গুগল।

নিউ মেক্সিকোর স্পেসপোর্টে ১৫ হাজার স্কয়ার ফুটের বিশাল গবেষণাগারটা তৈরি করা হয়েছিল ভার্দিন গালাকটিক স্পেসফ্লাইট প্রোগামের জন্য। সেটাতে এখন চলছে কর্মযজ্ঞ। শুধু জানা গেছে, হাই ভোল্টেজ পাওয়ার, নাইট ভিশন ক্যামেরার মতো এমন কিছু জিনিসের ব্যবহার করা হচ্ছে সেখানে।

বিডি-প্রতিদিন/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর