সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য ডেস্কটপে গত বছরই চালু করেছে হোয়াটসঅ্যাপ করার সুবিধা। তবে তা করতে হয় ব্রাউজারে গিয়ে 'হোয়াটসঅ্যাপ ওয়েব' পেজে ঢুকে। এজন্য পৃথক কোনো অ্যাপ ছিল না। এবার ডেস্কটপের জন্যও চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাপ। এর ফলে মোবাইলে যেভাবে হোয়াটসঅ্যাপ অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যায়, ডেস্কটপেও একইভাবে অ্যাপটি ব্যবহার করা যাবে।
কর্তৃপক্ষ জানায়, হোয়াটসঅ্যাপের নতুন ডেস্কটপ অ্যাপে গ্রাহকরা ডেস্কটপে মেসেজিং, ফোনকলসহ হোয়াটসঅ্যাপের নানা পরিষেবা পাবে। শুধু ডেস্কটপেই ওই অ্যাপ সাপোর্ট করবে। এছাড়াও ডেস্কটপ নটিফিকেশন, কি-বোর্ড শর্টকাপের মতো অন্যান্য সুবিধেও পাবেন গ্রাহকরা।
যেভাবে পাবেন এই অ্যাপ :
অ্যাপটি ডাউনলোড করতে ডেস্কটপ ব্রাউজারে ভিজিট করতে হবে 'https://www.whatsapp.com/download' সাইট। এরপর অ্যাপে ঢুকে QR code স্ক্যান করতে হবে। তবে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ অ্যাপ পাওয়া যাবে শুধু উইন্ডোজ ৮ ও বা তার বেশি ভার্সনে অথবা Mac OS 10.9 বা তার অধিক ভার্সনে। খবর হোয়াটসঅ্যাপ ব্লগের
বিডি-প্রতিদিন/১২ মে ২০১৬/শরীফ