ভিস্যুয়ালি দেখার জন্য মনিটর ছাড়াও রয়েছে আরও নানা রকম ডিভাইস। এর মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হল সর্বশেষ প্রযুক্তি যা ব্যাপকভাবে সাড়া ফেলেছে সারা বিশ্বে। কিন্তু এখন এমন এক প্রযুক্তি আসতে চলেছে যাতে কি-বোর্ড মনিটরের কাজ করবে।
লজিটেক সংস্থা ১৬০টি বিভিন্ন রঙের কি-বোর্ড ব্যবহার করে বানিয়েছে এক চমকপ্রদ ডিসপ্লে। এই ডিসপ্লেতে বিভিন্ন রকমের এনিমেশন দেখা যাবে। এর মডেল নম্বর G-810। ১৬টি ইউই ম্যাগবুম দিয়ে ক্যারেক্টারগুলো সাজানো হয়েছে। ল্যাম ৮ বিট প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে কি-বোর্ডে স্বল্পদৈর্ঘ্য মুভি দেখানোর জন্য।
G-810 কি-বোর্ডে ব্যবহৃত হয়েছে নানান রঙের ব্যাকলিট। এছাড়াও কালারফুল কি-বোর্ডটি কম্পিউটার টেবিলের সৌন্দর্য্য বৃদ্ধি করতেও সক্ষম।
বিডি-প্রতিদিন/ ১২ মে ১৬/ সালাহ উদ্দীন