বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সক্রিয় জঙ্গিগোষ্ঠী আইএস শুধু শিশুদের জন্য একটি মোবাইল অ্যাপ ছেড়েছে। অ্যাপটির নাম 'হুরুফ'। উদ্দেশ্য এর মাধ্যমে শিশুদেরকে আরবি বর্ণমালা ও গোষ্ঠীটির নির্দিষ্ট শব্দভাণ্ডার যেমন ট্যাঙ্ক, গান রকেটসহ তাদের বিভিন্ন স্লোগান শেখানো। 'দ্য লং ওয়্যার জার্নাল' তাদের এক প্রতিবেদনে একথা জানায়। খবর পিটিঅাই'র
আইএসের 'লাইব্রেরি অব জিল' তাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অ্যাপটি ছেড়েছে। সকল অ্যান্ড্রয়েড ডিভাইসে এটি ব্যবহার করা যাবে।
'হুরুফ'-ই আইএসের প্রথম মোবাইল অ্যাপ নয়। তবে শিশুদের টার্গেট করে এটিই তাদের প্রথম অ্যাপ।
বিডি-প্রতিদিন/১৩ মে ২০১৬/শরীফ