স্মার্টফোনের জন্য জনপ্রিয় একটি ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ। আর আপনি যদি এটা ব্যবহার করে থাকেন তাহলে ডাউনলোড করার সময় কখনও লক্ষ্য করেছেন গুগল প্লে স্টোরে কতগুলো অপশন আসে? একটু খেয়াল করলেই দেখতে পাবেন সোনালি রঙের হোয়াটসঅ্যাপ প্লাসের চিহ্নটি৷ এই হোয়াটসঅ্যাপ মোবাইলে ইনস্টল করলেই কিন্তু ঘটবে বিপত্তি৷ চুরি হয়ে যেতে পারে আপনার যাবতীয় ব্যক্তিগত তথ্য৷ মোবাইলে ঢুকে যেতে পারে ভয়ঙ্কর ভাইরাস৷ বহু আগেই এই নকল অ্যাপটি নিষিদ্ধ করেছে আসল হোয়াটসঅ্যাপ সংস্থা৷ তবুও না বুঝে মাঝে মধ্যেই হোয়াটস অ্যাপ প্লাস ইনস্টল করে ফেলছেন কেউ কেউ।
নকল এই অ্যাপে এমন অনেক সুযোগ সুবিধা রয়েছে যা আসল অ্যাপে নেই৷ এই প্রলোভনে পা দিয়েই অনেকেই ভুক্তভোগী হয়েছেন৷ নকল এই অ্যাপে চুরি হওয়া তথ্য ব্যবহার হতে পারে ব্যবহারকারীরই বিরুদ্ধে৷ বিকৃত করা হতে পারে ছবি ও ভিডিও৷
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি-প্রতিদিন/২৯ মে, ২০১৬/মাহবুব