ফ্যাশনের জন্য মূলত অনেকেই শরীরে ট্যাটু আঁকিয়ে থাকেন। তবে ফ্যাশন ছাড়াও এই ট্যাটুর আরেক ব্যবহার নিয়ে গবেষকরা গবেষণা চালিয়েছেন। শরীরের চামড়ায় লাগানো ট্যাটু দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন অ্যাপ! এমনটাই দাবি করেছেন গবেষকরা।
এমআইটি মিডিয়ার ল্যাবের একদল পিএইচডি গবেষক ও মাইক্রোসফট রিসার্চের একদল গবেষক মিলে অস্থায়ী এই ট্যাটুর মাধ্যমে টাচপ্যাড বা টাচস্ক্রিনের স্মার্টফোন ব্যবহার নিয়ে গবেষণা করেছেন। ‘ডুয়ো স্কিন’ নামের ট্যাটুটিতে যে কোনো গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার করে একটি সার্কিটের নকশা করতে হবে। এরপর ভেতরে জুড়ে দেওয়া হবে সোনালি তার, যা বিদ্যুৎ পরিবাহী। এর মাধ্যমেই শরীরে লাগানো ট্যাটুটিকে একটি টাচপ্যাডে পরিণত করা সম্ভব।
এবার ট্যাটুর ওপর হাত বোলালেই সেটা ফোন স্ক্রিনের সঙ্গে সংযুক্ত হতে পারবে। ফলে দূর থেকেই টাচস্ক্রিনটিকে নিয়ন্ত্রণ করা যাবে। তবে এ ধরনের গবেষণা এবারই প্রথম নয়। ২০১০ সালেও এ রকম এক গবেষণা চালিয়েছিলেন পেনসিলভেনিয়ার কার্নেইগ মেলন ইউনিভার্সিটির এক ছাত্র।
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৬/হিমেল-১৩