কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চিপ বানাবে চিপ নির্মাতা কোম্পানি ইন্টেল। ২০১৭ সাল থেকে জিওন ফি প্রসেসরের নতুন একটি সংস্করণ সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছে ইন্টেল। বুধবার প্রযুক্তি ডেভেলপারদের এ কথা জানায় মার্কিন এ কোম্পানি।
ইন্টেল আরও জানায়, সায়েন্টিফিক অ্যাপ্লিকেশন ভিত্তিক প্রযুক্তি পণ্যকে লক্ষ্য করে জিওন ফি প্রসেসরের ওই সংস্করণ উন্নয়ন করা হয়। এর বর্ধিত ফিচার কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি পণ্যে ব্যবহারোপযোগী করে তুলবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি খাতে ভূমিকা রাখতে জিওন ফি প্রসেসরের ওই সংস্করণ আনতে যাচ্ছে ইন্টেল। জিওন ফি প্রসেসরের ওই সংস্করণ গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ, আরও বেশি সংখ্যক কাজ সম্পাদন, ধারণকৃত ছবির বিভিন্ন দিক শনাক্ত এবং স্বচালিত গাড়ি নিয়ন্ত্রণ করতে পারবে বলে দাবি ইন্টেলের।
বিডি প্রতিদিন/২২ আগষ্ট ২০১৬/হিমেল-১৩