কমিউনিটি সার্ভিসে সেবার জন্য ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস-২০২০’ পেয়েছে দেশীয় রাইড শেয়ারিং স্টার্টআপ ‘ও ভাই’।
রাজধানীর কারওয়ান বাজারে রবিবার এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে ‘ও ভাই’-এর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) কাজী ওমর ফেরদৌস।
সাধারণ রোগী ও চিকিৎসাসেবা কাজে নিয়োজিত ব্যক্তিদের দৈনন্দিন যাতায়াতে বিশ্বস্ত, নির্ভরযোগ্য ও নিরাপদ সেবা প্রদানে গত বছরের মার্চ থেকে বাড়তি সুরক্ষা অবলম্বনের মাধ্যমে নতুন সেবা চালুর উদ্যোগ নিয়ে প্রশংসিত হয় ‘ও ভাই’। চালকদের জন্য মাস্ক, টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, পিপিই, জীবাণুনাশক ইত্যাদি এবং যাত্রীদের জন্য নিরাপত্তা নিয়মাবলি ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালু করে প্রতিষ্ঠানটি। রাইডে বাড়তি সুরক্ষার জন্য যানবাহনে প্লেক্সিগ্লাস স্থাপন করে ‘ও ভাই’।
মহামারিতে লকডাউন কার্যকর হওয়ার পরপরই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা প্রদানে কর্মরত সেবা-কর্মীদের যাতায়াত সহায়তার জন্য ‘ও ভাই’য়ের এই কাজকে স্বীকৃতি প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘ও ভাই’-এর সিওও ওমর ফেরদৌস।
মোটরবাইক, গাড়ি, সিএনজি এবং ওবোনসহ (নারী ক্ষমতায়নে, নারীদের জন্য ওভাইয়ের বিশেষ শাখা) প্রতিষ্ঠানটির চাররকমের সেবা রয়েছে। ঢাকা, খুলনা, যশোর, বরিশাল, চট্টগ্রামসহ ২৩টির বেশি শহরে চালু রয়েছে এই সেবা। এ ছাড়া ২৪/৭ কল সেন্টারের (১৬৬৩৩) ব্যবস্থা আছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ