নারী উদ্যোক্তাদের জন্য নির্মিত ই-কমার্স মার্কেটপ্লেস লালসবুজ ডটকম এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার এর উদ্বোধনী অনুষ্ঠানটি জুম অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত ‘তথ্য আপা : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)’ ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এর উদ্যোগে নির্মিত ‘লালসবুজ ডটকম’ দেশজুড়ে ৪৯০টি উপজেলার নারীদের ইকমার্স উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করবে।
প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা বলেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী এবং মুজিব শতবর্ষে লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসের এই যাত্রা নারী ক্ষমতায়নের এক অনন্য বহিঃপ্রকাশ। গ্রামীণ নারীদের ডিজিটাল অর্থনীতিতে সম্পৃক্ততার মাধ্যমেই প্রমাণ হয় যে আমরা সত্যিকার অর্থেই একটি ডিজিটাল বাংলাদেশ পেয়েছি।
সভাপতির বক্তব্যে সচিব মো. সায়েদুল ইসলাম বলেন, নারীর অর্থনৈতিক মুক্তি আনয়নের মাধ্যমেই নারীর ক্ষমতায়ন সম্ভব। সে লক্ষ্যেই দেশব্যাপী নারী উদ্যোক্তাদের ই-কমার্সে নিয়ে আসছে লালসবুজ ডটকম। আর বর্তমান করোনা পরিস্থিতিতে খুব ভালোভাবেই অনুধাবন করা যায় যে ই-কমার্স কতটা গুরুত্বপূর্ণ। তাই লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসের অগ্রগতির জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সর্বাত্মক সহায়তা প্রদান করছে।
এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে মার্কেটপ্লেসটির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বেগম চেমন আরা তৈয়ব, প্রধান নির্বাহী কর্মকর্তা (বিএফটিআই) ড. মোহাম্মদ জাফর উদ্দিন, এনডিসির নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মাকসুরা নূর, বিএফটিআই পরিচালক ও টিম লিড মো. ওবায়দুল আজম, ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শমী কায়সার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মীনা পারভীন। লালসবুজ ই-কমার্স মার্কেটপ্লেসের লিংক: www.laalsobuj.com।
বিডি-প্রতিদিন/শফিক