বিশ্বের উন্নত দেশগুলো ইতোমধ্যে ৫জি প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। বাংলাদেশও বিশ্বের সাথে তাল মিলিয়ে এই আপগ্রেডেড নেটওয়ার্কের সকল সুবিধা পাওয়ার পরিকল্পনা করছে। নতুন প্রযুক্তির সাথে ডিজিটাল রূপান্তরে আসবে নতুন গতি। দেশের ৫জি নেটওয়ার্কের এই যাত্রায় ভূমিকা রাখার লক্ষ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোন প্রেমীদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন ‘রিয়েলমি ৮ ৫জি’।
রিয়েলমি ৮ ৫জি এবং ইউনিভার্সল পিকচার্সের ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ এর কোলাবরেশন থাকায় এই স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে জনপ্রিয় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস থেকে অনুপ্রাণিত হয়ে। স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারতি জানতে ক্লিক করুন- https://cutt.ly/Buy_realme8_5G
এই ফোন ব্যবহারে ৫জি প্রসেসর, সুবিশাল ব্যাটারি আর ৫জি পাওয়ার সেভিংয়ের সাথে হবে নতুন অভিজ্ঞতা। রিয়েলমি ৮ ৫জি-তে রয়েছে ডাইমেনসিটি ৭০০ ৫জি প্রসেসর, যা গতানুগতিক প্রসেসরের চেয়ে ২৮ শতাংশ বেশি পাওয়ার এফিশিয়েন্ট। এই প্রসেসর ৫জি ডুয়াল সিম, ডুয়াল স্ট্যান্ডবাই এবংস্মার্টফোন ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন ৫জি অভিজ্ঞতা প্রদানে মূলধারার ৫জি ফ্রিকোয়েন্সি ব্যান্ড সমর্থন করে। এই শক্তিশালী প্রসেসরের সাথে ব্যবহারকারীরা অত্যন্ত দ্রুতগতির ইন্টারনেট উপভোগ করতে পারবেন। প্রতিক্ষেত্রেই ব্যবহারকারীরা আপগ্রেডেড বোধ করবেন।
কম ল্যাটেন্সির সাথে মাত্র ১ মিলি সেকেন্ডে ব্রাউজিং, গেমিং বা ভিডিও স্ট্রিমিংকরা যাবে অনায়াসে। অর্থাৎকোনও বাঁধা ছাড়াই স্মার্টফোন ব্যবহারকারীরা যেকোনও ধরনের বিনোদন মুহূর্তের মধ্যে উপভোগ করতে পারবেন। ফোনটির পাওয়ার এফিশিয়েন্সিও চমকপ্রদ।
গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও একধাপ বাড়াতে রিয়েলমি ৮ ৫জি-তে রয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার সুবিশাল ব্যাটারি। ১৮ ওয়াটটাইপ-সিকুইক চার্জের সাথে এই ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি অত্যন্ত কম সময়ে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। তাই ব্যবহারকারীরা চার্জ শেষ হওয়ার কোনও চিন্তা ছাড়াই সীমাহীন বিনোদন উপভোগ করতে পারবেন। এছাড়া ফোনটি স্মার্ট ৫জি পাওয়ার সেভিং সমর্থন করে।
রিয়েলমি ৮ ৫জি-তে স্মার্ট ৫জি প্রযুক্তি থাকায় এটি বুদ্ধিমত্তার মাধ্যমে আশেপাশের সিগন্যাল অনুধাবন করতে পারে এবং কম সময়ে ৪জি ও ৫জি’র মধ্যে পরিবর্তিত হতে পারে। এটি বাজারের অন্য ফোনের চেয়ে শক্তির ব্যবহার ৩০ শতাংশ কমাতে সাহায্য করবে। অন্যান্য আকর্ষনীয় ফিচার যেমন- সিপিইউটিউনিং, ব্যাকলাইট অ্যাডজাস্টমেন্ট, স্লিপস্ট্যান্ডবাই অপটিমাইজেশন, অ্যাপকুইকফ্রিজ এবং স্ক্রিনব্যাটারি অপটিমাইজেশন আরও ভালো ব্যাটারি লাইফ দিবে। এইচিপসেট ও ব্যাটারির সমন্বয় এক কথায় অসাধারণ।
৯০ হার্জরি ফ্রেশরেটের সাথে হাইপার স্লিমবডি ও নজরকাড়া স্পিডলাইট ডিজাইন অত্যন্ত আকর্ষণীয় ডিজাইন ও স্ক্রিনের প্রশ্নে বলা যায়, রিয়েলমি ৮ ৫জি সবদিক থেকেই চমৎকার একটি ফোন। এর হাইপারস্লিমবডি ও আকর্ষণীয় ডিজাইনের জন্য এই ফোন হাতে নিলে ভিড়ের মাঝে আপনি নিশ্চিতভাবে সবার নজর কাড়বেন।
৮.৫ মিলিমিটার হাইপার স্লিমবডি ও ১৮৫ গ্রাম ওজনের রিয়েলমি ৮ ৫জি দেশের বাজারে সবচেয়ে হালকা ৫জি স্মার্টফোন। ৯০ হার্জরি ফ্রেশরেটের সাথে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস স্মুথ ডিসপ্লে যুক্ত রিয়েলমি ৮ ৫জি নিরবচ্ছিন্ন ও ঝামেলাহীন ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে প্রতি সেকেন্ডে ৯০ ফ্রেম তৈরিতে সক্ষম। স্ক্রিনে সোয়াপ করলে প্রতিবার আপনি অত্যন্ত মসৃণ অভিজ্ঞতা পাবেন এবং প্রতিবার ট্যাপ হবে আরও বেশি সন্তোষজনক।
এছাড়া ফোনটির ব্যাককাভার ইউনিভার্সল পিকচার্সের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯ দ্বারা অনুপ্রাণিত। এই সিনেমার গতিময় হেডলাইট থেকে ধারণা নিয়ে তা ফোনের পিছনে ব্যবহার করে ডায়নামিক স্পিডলাইট ডিজাইন তৈরি করা হয়েছে। ফোনটি শেক করা হলে, এটি এক ধরনের আলোর বিচ্ছুরণের মতো পরিবর্তিতহয়, যা গ্লসি ইফেক্ট দেয়। এটি ব্যবহারকারীর পাশাপাশি যে দেখে তার কাছেও আকর্ষণীয় লাগে।
৮ গিগাবাইট (জিবি) র্যাম ও ৫ জিবি ডায়নামিক র্যামের সাথে ১২৮ জিবি স্টোরেজ সুবিধা থাকছে ডিভাইসটিতে। এছারাও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ রিয়েলমি ৮ ৫জি-তে ব্যবহার করা হয়েছে। ডাইনামিক র্যাম এক্সাপানশন টেকনোলজি থাকার কারণে রিয়েলমি ৮ ৫জি’র ইন্টারনাল মেমরিকে ভারচ্যুয়াল র্যামে রূপান্তরিত করা যাবে।
শুধু তাই নয়, রিয়েলমি ৮ ৫জি-তে ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজের পাশাপাশি থাকবে ডুয়াল সিম স্লট এবং ১ টেরাবাইট পর্যন্ত এক্সটারনাল মেমরি এক্সটেন্ড করার সুবিধা। কাজেই ১ টেরাবাইট পর্যন্ত মেমরি এক্সটেন্ড করে আপনি রিয়েলমি ৮ ৫জি-তে স্টোর করতে পারবেন ২,৬২,০০০+ ছবি কিংবা ২০৯,০০০+ গান কিংবা ৪,১৯০+ টিভি সিরিজ।
অত্যাধুনিক ক্যামেরা ছাড়া আধুনিক জীবন চিন্তাই করা যায়না। মানুষের এই চাহিদা পূরণে রিয়েলমি ৮ ৫জি-তে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, যাতে আছে ৪৮ মেগাপিক্সেলের হাই-ডেফিনিশনের প্রাইমারি ক্যামেরা, বিঅ্যান্ডডব্লিউ পোর্ট্রেট লেন্স ও ৪ সেমি ম্যাক্রো লেন্স। ৫জি নেটওয়ার্কের দ্বৈত সম্ভাবনা ও এই ক্যামেরা সেটআপের সাথে ব্যবহারকারীরা অসাধারণ ছবি তুলতে পারবেন। পাশাপাশি, এআইবিউটি ও পোর্ট্রেট মোডের সাথে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ঝকঝকে সেলফি তোলার জন্য যথেষ্ট।
আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ফাইভ জি ফোন সরবরাহের লক্ষ্যে, তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ফাইভ জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ফাইভ জি ফোন ছাড়াও রিয়েলমি আরও অনেক এআইওটি পণ্য তরুণ ক্রেতাদের জন্য বাজারে নিয়ে আসবে। ৫জি প্রযুক্তির অধিগ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং সবার জন্য ৫জি নিশ্চিত করতে রিয়েলমি আগামী দিনে আরও বেশি বেশি স্মার্ট ডিভাইস বাজারে নিয়ে আসবে।
অসাধারণ ডিজাইনের স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে সুপারসোনিক ব্লু এবং সুপারসোনিক ব্ল্যাক এই দুটি কালারে। আগ্রহীরা শুধুমাত্র ইভ্যালিতে শনিবার (১০ জুলাই) রাত ১০:১০ মিনিট থেকে এই স্মার্টফোনটি কিনতে পারবেন ১৯,৯৯০ টাকার অবিশ্বাস্য মূল্যে। ২৪ ঘন্টার মধ্যে নিশ্চিত ডেলিভারি গ্যারান্টিসহ স্মার্টফোনটি কিনতে ভিজিট করুন - https://cutt.ly/Buy_realme8_5G।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত