ব্যবসা প্রসারের মাধ্যম হতে পারে টিকটক। এই লক্ষ্যে বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সক্ষমতা বৃদ্ধি ও মার্কেটিং দক্ষতা উন্নত করতে সম্প্রতি টিকটক একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করেছে।
গত ৩ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই ইভেন্টে অংশ নেন ব্যবসায়ী, বিপণন বিশেষজ্ঞ এবং উদ্যোক্তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভেন্টে টিকটকের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত সেশনে প্ল্যাটফর্ম ব্যবহারবিধি, কনটেন্ট তৈরির কৌশল, এবং সৃজনশীল মার্কেটিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা হাতে-কলমে শেখেন কীভাবে বাস্তব সময়ে কনটেন্ট তৈরি করা যায় এবং সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। বিশেষজ্ঞরা টিকটকে সত্যতা এবং সৃজনশীলতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন, যা ব্র্যান্ডগুলোকে অনন্যভাবে উপস্থাপনে সাহায্য করবে।
কর্মশালায় গতানুগতিক বিপণনপদ্ধতির বাইরে সৃজনশীল কনটেন্ট তৈরির ওপর জোর দেওয়া হয়। এর পাশাপাশি ছোট ও মাঝারি ব্যবসার প্রসারে বিভিন্ন চ্যালেঞ্জ এবং সেগুলো টিকটকের মাধ্যমে সমাধানের কৌশলও শেখানো হয়।
ওয়ার্কশপে অংশ নেওয়া কয়েকজন উদ্যোক্তা জানান, এই ইভেন্ট তাদের ডিজিটাল মার্কেটিং দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে। এটি নতুন গ্রাহক আকর্ষণ এবং ব্যবসায়ের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাদের প্রত্যাশা।
বিডি প্রতিদিন/এমএস
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        