ডিজিটাল যুগে দ্রুত যোগাযোগের মাধ্যম হিসেবে জনপ্রিয় ফেসবুক মেসেঞ্জার। তবে অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল বা তথ্যগত ত্রুটির কারণে তা সম্পাদনার প্রয়োজন হয়। আগে শুধু বার্তা ডিলিট করা গেলেও এখন নির্ধারিত সময়ের মধ্যে এডিট করার সুবিধা চালু হয়েছে।
ফেসবুক জানিয়েছে, পাঠানো বার্তা এডিট করতে হবে ১৫ মিনিটের মধ্যে। এরপর আর এডিট করা যাবে না। চাইলে ‘আনসেন্ড’ করে নতুন বার্তা পাঠানো যাবে।
এডিট করতে যা করবেন
১. সংশ্লিষ্ট বার্তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
২. পপ-আপ মেনু থেকে ‘More’ বাটনে ট্যাপ করুন।
৩. ‘Edit’ অপশন সিলেক্ট করে বার্তাটি সম্পাদনা করুন।
৪. ডানদিকে থাকা টিক চিহ্নে ট্যাপ করলেই সম্পাদনা সম্পন্ন।
এই সুবিধা ব্যবহারকারীর বার্তা বিনিময়ের অভিজ্ঞতাকে আরও সহজ ও নিখুঁত করেছে।
বিডি প্রতিদিন/আশিক