একটা সময় ছিল, রাজশাহী মহানগরীতে পোস্টার টানাতে হলে সিটি করপোরেশনের অনুমতি নিতে হতো। সেই নিয়ম এখনো আছে। কিন্তু নিয়মের তোয়াক্কা না করেই বিভিন্ন প্রতিষ্ঠান নগরীর দেয়ালে সাঁটাচ্ছেন পোস্টার। বাদ যাচ্ছে না মুকুট লাইটের পোলগুলোও। তালাইমারী থেকে শুরু করে কোর্ট পর্যন্ত সড়কবাতির পোলগুলো এখন পোস্টারে ছেয়ে আছে।
নগরীর আলুপট্টি এলাকার জামাল জানালেন, সৌন্দর্যবর্ধনের জন্য ডিভাইডারগুলোতে কখনোই পোস্টার টানানো হতো না। আবার লাইটের পোলগুলোতে প্যানা বোর্ড ঝুলিয়ে রাখলেও কয়েক দিন পরেই তা খুলে নিয়ে যেত সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা। এখন এসব দেখার যেন কেউ নেই। কুমারপাড়া এলাকার জয়নাল আবেদিন বলেন, বিভিন্ন কোচিং সেন্টারের ভর্তি বিজ্ঞপ্তির পোস্টারে ছেয়ে গেছে সড়ক বিভাজন, যা নগরীর সৌন্দর্য নষ্ট করছে।
সিটি করপোরেশন প্রশাসক দেওয়ান মো. হুমায়ুন কবির জানান, নাগরিকদের প্রাথমিক সেবাটুকু নিশ্চিত করতে কাজ করছেন তারা। পরিষ্কার-পরিচ্ছন্নতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পোস্টার যাতে কেউ টানিয়ে নগরীর সৌন্দর্য নষ্ট না করেন, সে জন্য নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।