জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তিন ফসলি জমিতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ৭৫০ একর কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে উপজেলার জোড়খালী ইউনিয়নের কাইজারচর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে আশপাশের কয়েক গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
কৃষক নেতা আশরাফ আকন্দের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ৭৫০ একর কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটি’র আহ্বায়ক নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ কৃষক নেতা আব্দুল কাদের, কৃষক আন্দোলনের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আকন্দ, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোজাহারুল হক, বালিজুড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, স্থানীয় কৃষক জাকিরুল ইসলাম, শওকত মন্ডল, আব্দুল বারেক, নুরনবী, আব্দুল মান্নান, আলতাফ হোসেন, আইন উদ্দিন, গোলাম মাহমুদ, ফারুক বিএসসি প্রমূখ।
সমাবেশে বক্তরা মাদারগঞ্জে কৃষি জমি রক্ষায় আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ৭৫০ একর তিন ফসলি জমিতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প বাতিল করে কৃষকদের জমি ফেরত দেওয়ার দাবি জানান। বক্তারা এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এর হস্তক্ষেপ কামনা করেন।
বিডি প্রতিদিন/হিমেল