রংপুরের পীরগাছা উপজেলায় হিমালিয়ান গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার হয়েছে। আজ শুক্রবার রাত ৮টার দিকে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের পাশ থেকে শকুনটিউদ্ধার করেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের সদস্যরা। উদ্ধারের সময় শকুনটি খুব ক্লান্ত ছিল। পরবর্তীতে শকুনটির চিকিৎসার জন্য বাংলাদেশের একমাত্র শকুন পরিচর্যা কেন্দ্র দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সিংড়া ফরেস্টে নিয়ে যান সংগঠনটির সদস্যরা।
প্রতিবছর শীত মৌসুমে শীতের তীব্রতা থেকে বাঁচতে এবং খাবারের অভাবে হিমালয়ের পাদদেশ থেকে উড়তে শুরু করে এরা। প্রায় প্রতি বছরই বাংলাদেশে বিশেষ করে উত্তরাঞ্চলে ১৫-২০ টি হিমালিয়ান গৃধিনী শকুন উদ্ধার হয়। হিমালিয়ান গৃধিনী প্রজাতির শকুন হচ্ছে প্রকৃতির ঝাড়ুদার। শকুন বড় ডানার বৃহদাকার পাখি, এটি তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী এবং মৃত প্রাণী ভক্ষণকারী পাখি। শকুনই একমাত্র প্রাণী যারা রোগাক্রান্ত মৃত প্রাণী খেয়ে হজম করতে পারে এবং অ্যানথ্রাক্স, যক্ষা, খুরারোগের সংক্রমণ থেকে জীবকূলকে রক্ষা করে।
উদ্ধারকারী সংগঠনের সদস্য উদ্ধার কর্মী নূর হাসান নাহিদ এবং মাহমুদুল হাসান সোহেল জানান, হিমালিয়ান গৃধিনী শকুন খুব ক্লান্ত অবস্থায় ছিল। তাকে আমরা উদ্ধার করেছি। এটি দিনাজপুরের সিংড়া ফরেস্টে পাঠানো হচ্ছে।
বিডি প্রতিদিন/নাজমুল