বানভাসিদের সহায়তায় একদিনের বেতন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। অন্তবর্তীকালিন সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিলে এ সহায়তা পাঠানো হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ওমর ফারুক তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বন্যায় দেশের বেশকিছু জেলার মানুষ কষ্টে আছে। অনেকে অনাহারে দিনাতিপাত করছে। কেউ রাস্তায় ঘুমাচ্ছে। এ অবস্থায় তাদের মানবিক সহায়তা খুবই প্রয়োজন। তাছাড়া বন্যায় অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। পানি নেমে গেলে হয়তো দেখা যাবে কারো বাড়ি নেই, কারো ফসলি জমি নদীতে তলিয়ে গেছে। পরবর্তীতে সংগ্রামে তাদের টিকে থাকার সুব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
জানা গেছে, কেউ একদিনের বেশি বেতন দিতে উচ্ছুক হোন কিংবা দিতে অস্বীকৃতি জানান, তাহলে ২৮ আগস্টের মধ্যে লিখিতভাবে জানানোর জন্য সভায় বলা হয়েছে।
সভায় শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. এ.টি.এম কামরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. পার্থ রায় বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. নাজমুল হায়দারসহ প্রায় দুই শতাধিক শিক্ষক।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ