রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষা নিয়ন্ত্রকসহ ৪ হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শেখ সাদ আহমেদ।
তিনি জানান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে হাসনাত কবীরসহ শহিদ হবিবুর হলে অধ্যাপক বায়তুল মোকাদ্দেছুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অধ্যাপক জামিরুল ইসলাম, মতিহার হলে অধ্যাপক ছামিউল ইসলাম সরকার ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে অধ্যাপক লাবলী নাহারকে প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা স্বপদে বহাল থাকবেন।
জানা গেছে, ড. হাসনাত কবীর বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ড. বায়তুল মোকাদ্দেছুর রহমান ফার্মেসি বিভাগ, ড. জামিরুল ইসলাম সমাজকর্ম, ড. ছামিউল ইসলাম সরকার পদার্থ বিজ্ঞান বিভাগ ও ড. লাবলী নাহার ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স বিভাগের শিক্ষক।
বিডি প্রতিদিন/এমআই