অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতিদানকারী অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিনকে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) উপাচার্য নিয়োগ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে হকৃবির নতুন উপাচার্য ড. সৈয়দ সায়েম উদ্দিনের নিয়োগ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সিকৃবির অধ্যাপক ড. সামিউল আহসান তালুকদার, অধ্যাপক ড. মাছুদুর রহমান, অধ্যাপক ড. মাহবুব ইলাহী, অধ্যাপক ড. ছিদ্দিকুল ইসলাম, শাবিপ্রবির অধ্যাপক ড. মোজাম্মেল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবির সমন্বয়ক আজিজুল হক, ফয়েজ আহম্মেদ, নেয়ামত উল্যাহ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের বিচার প্রক্রিয়া স্থগিতের দাবির প্রতিবাদ জানিয়ে বিবৃতিদানকারী পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর, সিকৃবির আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ একজন কট্টর আওয়ামী সমর্থক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এরকম ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/একেএ