সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান হাবিবের অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ চালিয়েছে আন্দোলনকারীরা।
রবিববার বেলা দুইটার দিকে মহানগরীর চন্ডিপুলের অফিসে এই হামলার হয়।
জানা গেছে, বেলা দুইটার দিকে একদল আন্দোলনকারীরা অফিসের সামনে থাকা ১০-১২টি মোটরসাইকেলে আগুন দেয়। এসময় অফিসের গ্লাস, চেয়ার ভাঙচুর করা হয়।
এ ব্যাপারে সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, আমার অফিস বন্ধ ছিলো। এক দল দুর্বৃত্ত অফিসের সামনে হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল